ঝড়ে চরে আটকা ফেরী কৃষাণী

0
242

ইয়ামিন হোসেন: লক্ষ্মীপুর থেকে ১২টি মালবাহী ট্রাকসহ ভোলার উদ্দেশ্যে ছেড়ে আশা ফেরি কৃষাণী ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা নদীর চরে আটকা পড়েছে।

১ই অক্টোবর বিকালের দিকে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট থেকে ছেড়ে আসা কৃষাণী রাজাপুরের বাশতলী বাজার টেকের মাথা সংলগ্ম মেঘনা নদীর চরে আটকা পড়ে আছে। ইলিশা ফেরি অফিসের ম্যানেজার পারভেজ খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাশতলী বাজার এলাকার বাসিন্দা হাসনাইন হাসান বলেন, ১২টি মালবাহী ট্রাক নিয়ে ফেরি কৃষাণী মজুচৌধুরীর হাট থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ ঝড়ের কবলে পড়ে ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনার জেগে উঠা চরে উঠে যায়। ফেরিতে অনেক যাত্রীও ছিলো তারা বিভিন্ন ট্রলারযোগে চলে যায়। পানি সংকটে ফেরিটি এখনো যেতে পারেনি বলে জানান তিনি।

ইলিশা ফেরি অফিসের ম্যানেজার পারভেজ খান গণমাধ্যমে জানিয়েছেন, ঝড়ের কবলে পড়ে ফেরিটি আটকা আছে, পানি বাড়লে ছেড়ে আসবে।