পিএসজির অনুশীলনে ফিরেছেন নেইমার

0
123

দীর্ঘদিন পর দলে ফিরলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমরা। নতুন মৌসুমকে সামনে রেখে পিএসজির অনুশীলনে ফিরেছেন এই স্ট্রাইকার। গত মার্চের শুরুতে ৩১ বছর বয়সী নেইমারের ডান গোঁড়ালিতে অস্ত্রোপচার হয়েছিল।

নেইমারের অনুশীলনে ফেরা নিয়ে পিএসজি বলেছে, গত সপ্তাহে ব্যক্তিগত অনুশীলন করার পর এ সপ্তাহে পূর্ণাঙ্গ অনুশীলনে নেইমারের ফেরার আশা করা হচ্ছে। শারিরীক ও মানসির পরীক্ষার পর পশ্চিমাঞ্চলীয় শহর পোইসিতে পিএসজির অনুশীন গ্রাউন্ডে সব খেলোয়াড়দের যোগ দেবার কথা রয়েছে।

পেশীর ইনজুরিতে থাকা ২০১৮ বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা প্রিনসেল কিম্পেম্বে মাঠের বাইরে রয়েছেন। আগস্টের শুরুতে মাঠে ফিরতে পারেন তিনি।