সালাম মুর্শেদীকে ফিফার জরিমানা

0
92

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের নিষেধাজ্ঞা বেড়েছে। এছাড়া বাফুফের আরও তিন কর্মকর্তাকে শাস্তি দিয়েছে ফিফা।

দেশে ফুটবলের উন্নয়নে ফিফার দেওয়া ফান্ডের অনিয়ম করায় তারা এই সাজা পেয়েছেন। বৃহস্পতিবার ফিফা এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা করেছে ফিফা। তার বিরুদ্ধে ফিফা প্রতিবেদনের ১৪ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ এনেছে।

বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে তিন বছর সব ধরনের ফুটবল কার্যক্রমে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। সঙ্গে সাড়ে ২৫ লাখ টাকা জরিমানা করেছে। এর আগে ফান্ড অনিয়মের দায়ে তাকে ফিফা দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল।