ওয়াগনার প্রধানকে আমরা ট্র্যাক করছি না: ক্রেমলিন

0
133

ভাড়াটে ওয়াগনার প্রধানের অবস্থান নিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মন্তব্যের পর এবার প্রিগোজিনকে নিয়ে মুখ খুলল রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে, ওয়াগনার প্রধানকে ট্র্যাক করছে না রাশিয়া।

এর আগে বেলারুশের প্রেসিডেন্ট জানান, ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এখন রাশিয়ায় আছেন, তিনি বেলারুশে নেই। বিদেশি মিডিয়ার সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ কথা জানান লুকাশেঙ্কো।

তিনি বলেন, যতটুকু জানি প্রিগোজিন এখন সেন্ট পিটার্সবার্গে আছেন, তিনি বেলারুশে নেই।

গত মাসে ব্যর্থ বিদ্রোহের পর প্রিগোজিনের বেলারুশে চলে যাওয়ার জন্য ক্রেমলিনের সঙ্গে চুক্তি সত্ত্বেও বেলারুশের প্রেসিডেন্ট এ কথা বলেন। অবশ্য এর আগে এক বক্তব্যে তিনি বলেছিলেন, প্রিগোজিন বেলারুশে অবস্থান করছেন।

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর অন্যতম সহযোগী ও ভাড়াটে বেসরকারি সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তিনি বলেন, মিথ্যা যুক্তি দিয়ে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়েছে। ইউক্রেন আক্রমণের পেছনে ক্রেমলিন বিভিন্ন যুক্তি দেখালেও সেগুলো রুশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মিথ্যাচার ছিল।