কবিতা: বাদল দিন

0
238

বাদল দিন
সুদীপ চন্দ্র হালদার

আকাশ যেন ছেয়ে আছে ঘন কালো তাঁবুতে,
মেঘমালা কুণ্ডলী পাকিয়ে গুরু গুরু শব্দে ঘুরছে দিগ্বিদিক,
ঝর ঝর বৃষ্টি, পত্র পল্লবের মর্মর ধ্বনি,
আজ বুঝি সেজেগুজে এলো বাদল দিন!

সূর্য্যি মামার সাক্ষাৎ নেই কোত্থাও,
পাংশু ঘোলাটে মেঘের গর্জন, ক্ষণে ক্ষণে বিজলির ঝিলিক,
খোলা জানালা দিয়ে বৃষ্টির মায়াবী শব্দ,
শ্যামল বৃক্ষলতা নির্বাক, নেই পাখির ওড়াউড়ি।

বাদল আজি করিছে পণ, শুধিবে ঋণ,
জুড়াইবে গ্রীষ্মের দাবদাহে জর্জরিত ধরার প্রাণ,
বাদলের রূপমাধুরী হৃদয়ে দেয় দোলা,
নয়নে বুলিয়ে দেয় কল্পনার অঞ্জন।

অপরূপ সৌন্দর্যে শোভামন্ডিত চিরায়ত বাংলা,
মোড়লের দহলিজে চলে কৃষকের গল্পের মহড়া,
সরষে তেলে মুড়ি মাখিয়ে চলে আধাবেলা,
পল্লীবধূ চলিছে ভিজে, কুড়াতে বাগানের আমড়া।

নগরময় ঐশ্বর্যের বিড়ম্বনায় অস্থির,
কাজের সন্ধানে চলিছে আধাভেজা হয়ে শ্রমজীবী,
হাঁটুজলে গাড়ি নিয়ে যাচ্ছে বিত্তবান,
সুন্দরী ললনা মজেছে সিরিয়ালের মাদকতায়।

বাদল দিন জানে নিজের কদর বাড়াতে,
উতলা করে সে মানব-মানবীর হৃদয়,
কী রোমাঞ্চকর স্বপ্নীল দিন আজি!
তোমার আবেদন কভু ফুরাবার নয়, বাদল দিন।