ব্যাট হাতে আফগানদের ভালো শুরু

0
175

বৃষ্টির পাশাপাশি ব্যাটারদের ব্যর্থতায় ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে ধুঁকে ধুঁকে ১৬৯ রান তোলে বাংলাদেশ। বৃষ্টি আইনে সেই লক্ষ্য কমে দাঁড়িয়েছে ১৬৪। ওয়ানডে ক্রিকেটের হিসেবে যা খুবই সাদামাটা। সেই পুঁজিকে আরও সহজ করে তুলছেন আফগান ব্যাটাররা।

আজ বুধবার (৫ জুলাই) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা দেখেশুনে ব্যাটিং করে আফগান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ইতোমধ্যে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৮ ওভারে ৩০ রানের বেশি তুলে ফেলেছে সফরকারীরা।

এর আগে, ব্যাটারদের ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান দাঁড় করায় বাংলাদেশ। একমাত্র তাওহিদ হৃদয় বাদে আর কোনো ব্যাটার সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। আফগানদের হয়ে পেসার ফজল হক ফারুকী ও স্পিনার রশিদ খান অসাধারণ বোলিং করেছেন।