ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আহাম্মদ মারা গেছেন

0
70

চট্টগ্রামে চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালনকারী চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ আর নেই।

বুধবার (৫ জুলাই) বাদ আছর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে চৈতন্যগলি কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে মঙ্গলবার (৪ জুলাই) দিবাগত রাত পৌনে একটার দিকে নগরের লালখান বাজারের বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। আইনজীবী কামাল উদ্দিন আহাম্মদ দুই ছেলে ও এক মেয়ের জনক।

চট্টগ্রামের জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, “রাতে বাসায় টেলিভিশন দেখার সময় তার হার্ট অ্যাটাক হয়। ম্যাক্স হাসপতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আজ বাদ জোহর আদালত প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ আছর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়।