শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের নতুন অফিসের উদ্বোধন

0
835

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী মানব কল্যানমূখী সংগঠন ‘শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ’র নতুন অফিসের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির নেতৃত্বে উপজেলার ১০নং শেরপুর ইউনিয়নের পাচরুখী মৌলভীবাজারস্থ নিজস্ব অফিস উদ্বোধন উপলক্ষে বর্ণিল আলোকসজ্জা সহ অফিসের নানান ধরনের কারুকার্য শোভিত মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেন আয়োজক কমিটি।

শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম আকন্দের কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে, শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নাজির আহম্মেদ নাজিরের পরিচালনায় এবং শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের সাবেক উপদেষ্টা, বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও নান্দাইল দলিল লেখক সমিতির প্রচার সম্পাদক হরুন-অর-রশিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন ১০ শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জম হোসেন মিল্টন ভূইয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাচরুখী মৌলবী বাজারের ঈমাম ও খতিব হযরত মাওলানা আজিজুল হক। কাষ্ঠম কর্মরত মহসিন আলম সুমন, পাকিজা টেক্সটাইলের ডিজিএম ইন্জিনিয়ার রফিকুল ইসলাম, শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের সাবেক উপদেষ্টা সুলতান উদ্দিন ভূইয়া, হারুন-অর-রশিদ সরকার, মোফাজ্জল হোসেন খান রেনু, সাইফুল ইসলাম সরকার, ফরিদ আহাম্মেদ সরকার, সাবেক কার্যনির্বাহী কমিটি অন্যতম সদস্য সাইদুল ইসলাম ফকির, হুমায়ুন কবির, সুমন আহম্মেদ, শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সোহেল, সাবেক পরিকল্পনা বিষয়ক সম্পাদক নাঈম মন্ডল, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নাজির আহম্মেদ, সাবেক সহ অর্থ বিষয়ক সম্পাদক জুনাঈদ আহম্মেদ জনি, সাবেক সম্মানিত সদস্য রাসেল আহম্মেদ, জয়নাল আবেদীন, আল-আমিন ফকির, জুয়েল ফকির, রাকিব আহম্মেদ প্রমূখ।

এসময় বক্তব্য রাখেন, পাকিজা টেক্সটাইলের ডিজিএম ইন্জিনিয়ার রফিকুল ইসলাম, কাস্টমস কর্মকর্তা মহসিন আলম সুমন, নবজাগরণ প্রবাসী সমাজ কল্যান পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক জুয়েল রানা, শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহমেদ সরকার, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নাজির আহম্মেদ নাজির।

প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া বলেন, আমাদের ইউনিয়নের সেবার পাশাপাশি মানব কল্যান মূখী সংগঠন সমূহ এগিয়ে আসছে। এভাবে ইউনিয়নের হতদরিদ্র পরিবারগুলোর পাশে আজীবন যেনো আমরা দাড়াতে পারি এই কামনা করছি। পরে সভাপতি বক্তব্যে হারুন-অর-রশিদ সরকার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।