খুলনায় বিশ্ব বাঘ দিবস পালিত

0
86
ফাইল ছবি

আহছানুল আমীন জর্জ, খুলনা : ২৯ জুলাই বুধবার খুলনায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে।

উল্লেখ্য, বাঘ টিকে আছে বিশ্বে এমন ১৩টি দেশে ২০১০ সাল থেকে প্রতি বছর ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশের সুন্দরবন অংশে গত ৩ বছরে বাঘের সংখ্যা ১০৬ থেকে বেড়ে বর্তমানে ১১৪ টি হয়েছে।
‘বাঘ বাড়াতে করি পণ, রক্ষা করি সুন্দরবন’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর দেশে বাঘ দিবস পালিত হচ্ছে।
প্রসঙ্গত , এ বছর করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে বন বিভাগ সুন্দরবনের ৪টি রেঞ্জে আলোচনা সভার আয়োজন করেছে।

গত বছরের ২২ মে সর্বশেষ বাঘ জরিপে সুন্দরবনে ১১৪টি বাঘ রয়েছে বলে ঘোষনা করা হয়।
সুন্দরবনে ক্যামেরা ট্র্যাকিং জরিপের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বন বিভাগ।