দু সপ্তাহের মধ্যে আসতে পারে রাশিয়ার করোনার ভ্যাকসিন

0
93

সারাবিশ্বে চলছে মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা। তবে রাশিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী দু সপ্তাহের মধ্যে আসছে রাশিয়ার করোনা ভ্যাকসিন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, ১০ আগস্টের মধ্যে রাশিয়ার ভ্যাকসিন অনুমোদনের জোড় প্রচেষ্টা চালানো হচ্ছে। জেলেমিয়া ইন্সটিটিউটের বিজ্ঞানীরা এখন দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ভ্যাকসিনের জন্য।

এ প্রসঙ্গে রাশিয়ার স্বাস্থ্যসচিব কিরলি দিমিদ্রিভ বলেন, ঐতিহাসিক দিনের সামনে দাঁড়িয়ে আছে রাশিয়া।

তবে এই ভ্যাকসিন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের অন্যান্য দেশের গবেষকরা। তাদের মতে, এখন পর্যন্ত কোন বৈজ্ঞানিক তথ্য সামনে আসেনি।

রাশিয়ান সেনা সদস্যরা এই ভ্যাকসিন ট্রায়ালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।

সূত্র: সিএনএন