আষাঢ়

0
259

আষাঢ়
সুদীপ চন্দ্র হালদার

খরতাপে অতিষ্ঠ জীবন, ওষ্ঠাগত প্রাণ করে হাসঁ-ফাঁস,
রোদ ছায়ায় করে খেলা, মেঘেদের দাপুটে গর্জন,
হুড়মুড়িয়ে পড়ে বৃষ্টি, খানিক পরে রোদ, আহা কি অপরূপ!
ঋতুরাণীর আগমনীর শ্লোক বাজাইছে যেন আষাঢ়।

সবুজ পাতায় রাশি রাশি কদম ফুলের কলি,
আম, কাঠাল, আনারস, লিচুর মৌ মৌ গন্ধ চারিদিক,
নদীর বুকে রূপালী ইলিশের ছড়াছড়ি,
আকাশপানে চেয়ে উন্মুক্ত শাপলা আষাঢ়ী দিনে।

দোয়েল মধুর সুরে শোনায় তোমার আগমনী,
ভাটিয়ালি গান গেয়ে ওঠে মাঝি-মাল্লার দল,
মেঝেতে নকশী কাঁথায় তোলে ফুল গ্রাম্য রমনী,
হৃদয়ের অব্যক্ত কথা ব্যক্ত হয় প্রতি ফোঁড়ে ফোঁড়ে।

আষাঢ় মানেই মেঘ-বৃষ্টি-প্রেম,
নতুন প্রাণ, নতুন গান, নতুন জাগরণের সুর,
আজি প্রকৃতি লাবণ্য স্নিগ্ধ উর্বর যৌবনবতী,
হাওয়ায় হাওয়ায় আসে বুঝি ভেসে বৃষ্টির ঘ্রাণ।

বৃষ্টিস্নানে যাক ভেসে মলিনতা, ভাঙ্গুক মান-অভিমান,
এক পশলা বৃষ্টির পরে যদি মন চায় প্রিয়ে,
এসো চলে, কদমগুচ্ছ হাতে রব কদম ডালের নিচে,
হাত ধরে যাব ঐ গাঁয়ের রথের মেলাতে।