ইফতারের আগেই দুস্থদের কাছে পৌছে যান ‘সাপোর্ট বাংলাদেশ’ এর সেচ্ছাসেবীরা

0
101

চৌধুরী নুপুর নাহার তাজ, নিজস্ব প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ইফতারের আগেই রান্না করা খাবার নিয়ে দুস্থদের কাছে পৌছে যায় ‘সাপোর্ট বাংলাদেশ’ টিমের স্বেচ্ছাসেবীরা । প্রথম রমযান থেকে শুরু হয়েছে, এই কর্যক্রম চলবে পুরো রমযান মাস জুড়ে। প্রতিদিন ২৫০ জন অসহায় পরিবারকে খাবার পৌছে দেন স্বেচ্ছাসেবীরা। খাবারের তালিকায় থাকছে ভাত, মুরগি, ডিম ও সবজি।

আর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কর্মসূচীর সাথে একাত্ম হয়ে কর্মসূচী বাস্তবায়নের জন্য সার্বিক ব্যবস্থাপনার কাজ করছে দিনাজপুরের স্থানীয় সংগঠন “ইউনাইটেড খানসামা”।

সাপোর্ট বাংলাদেশের দিনাজপুরের স্বেচ্ছাসেবী টিম এবং ইউনাইটেড খানসামা স্বেচ্ছাসেবী টিম যৌথ ভাবে কাজ করছে। করোনায় খাবার সংকটে থাকা অসহায়দের কথা চিন্তা করেই সংগঠন দু’টির এই আয়োজন।

সাপোর্ট বাংলাদেশের স্বেচ্ছাসেবী টিমের সদস্য এ্যাড সোয়াইব হোসেন সিজু বলেন, সাপোর্ট বাংলাদেশের একজন সেচ্ছাসেবী হয়ে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগা হলো একজন অনাহারীর মুখে খাবার তুলে দিতে পেরে। আমরা অনেকের আর্থিক সহযোগীতায় এই আয়োজন করতে পেরেছি। আমরা প্রতিদিন ২৫০ জন করে ৩০ রমযান পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাবো। সকলের আরো বেশী বেশেী আর্থিক সহযোগীতা পেলে আয়োজন আরো বাড়ানো যাবে।

ইউনাইটেড খানসামার সভাপতি মোঃ আশিকুর রাহমান (অবসর প্রাপ্ত জেলা ও দায়রা জজ) বলেন, মানুষের পাশে দাঁড়াতে পারলে খুব ভালো লাগে। আমরা দুটি সংগঠন একত্র হয়ে কাজ করছি। সকলের সম্মলিত সহযোগীতায় আমরা কাজ করে যাবো।

’সাপোর্ট বাংলাদেশ সামাজিক ও মানবিক সেবা মূলক কাজ করে যাচ্ছে ২০১৭ সাল থেকে। এই সংগঠন নিয়মিত সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি দেশের যে কোন দূর্যোগেও কাজ করে যাচ্ছে।