খুলনায় তীব্র গরম শেষে বৃষ্টি-বাতাসে স্বস্তি

0
109

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ গত কয়েকদিন ধরে তীব্র গরমে নাজেহাল অবস্থার মধ্যে ছিলেন খুলনার মানুষ। সবারই প্রতীক্ষা ছিল একটু স্বস্তির বৃষ্টির। দীর্ঘ প্রতিক্ষার পর শুক্রবার বিকালে বৃষ্টির দেখা মিলেছে। এতে আবহাওয়া হয়েছে অনেকটা ঠান্ডা। স্বস্তি নেমে এসেছে জনজীবনে। কয়েকদিন ধরে তীব্র তাবদাহ চলছিল খুলনাসহ সারা দেশে। সেই সঙ্গে ছিল লোডশেডিং। প্রচন্ড গরমে হাঁসফাঁস করছিল সাধারণ মানুষ। দিনমজুর ও শ্রমিকদের কাজ করা দুরূহ হয়ে পড়ে।

এদিকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কর্মজীবীরা বাসায় বসে স্বস্তির বৃষ্টি উপভোগ করতে পেরেছেন। কাঙ্ক্ষিত বৃষ্টিতে স্বস্তির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানাচ্ছেন অনেকে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।