প্রদীপ

0
376

প্রদীপ
সুদীপ চন্দ্র হালদার

হিংসার হুতাশনে দাবানল নয়, ছোট্ট প্রদীপ হও তুমি,
সমাজের কানাকানিতে যার ভয়, সমাজের কীট সে হয়,
স্রোতে চলে কচুরিপানা, শিকড় বিহীন তবে,
প্রতিভার প্রকাশে শুধরাবে সমাজ, বিশ্বাসী হাতে রয় সমাজ।

ফুলে ফুলে যায় সুন্দর প্রজাপতি এইতো রীতি,
সৃষ্টিশীলতায় অকাল বসন্তে হোক তোমার দৃষ্টি,
আলাদিনের আশ্চর্য প্রদীপে নয়, কর্মে হোক সৃষ্টি,
জীবানাকাশে উদ্ভাসিত হোক রামধনুময় বর্ণালি।

সহিয়া আঘাত হৃদে, হাসিমুখে চলো যুদ্ধে,
বিকলাঙ্গ সে, আত্মা হয়েছে যার বিক্রি,
পশ্চাতের আঘাত, সেতো অভিজ্ঞতাপূর্ণ ফুলমালা ডালি,
নতুন স্বপ্নের আলোয় ভরো হৃদয় তব।

উদিবে নবারুণ তোমার, মিঠারোদের কিরণে,
মনে গেঁথে নাও তব নব সৃষ্টির সুমধুর তান,
তুফান-ঝড়-ঝঞ্ঝা বাহারি অলংকার সবি,
হারে না যোদ্ধা, মরে হয়তো, সেতো চিরন্তন।

দিক দিগন্তে পড়ুক তোমার দৃপ্ত পদচিহ্ন,
এসেছিলে তুমি ক্ষণিকতরে, জানুক মহাকাল,
তব অবিনশ্বর সোনার ধানে ভরুক নশ্বর সোনার তরী,
নতুন সুরের মূর্ছনায় ভরে উঠুক জগত।

পদ্মের শতদল দেখ তুমি, কন্টক নয়,
অকারণ হিংসা আর পরচর্চায় তুমি, সফলতার দ্বারে তুমি,
পরশ্রীকাতরতায় জ্বলেনি কেউ, কর্মে ভুল পথে নিশ্চিত,
জেনো, বুকের রক্ত ঝরলে খেজুরের তারেই মিষ্টি রস বলে।

তোমার স্নিগ্ধ সমীরণে তাপিত হবে যখন জগত,
কাটা বিছানো ভুলে গোলাপ পাপড়ি ছিটাবে শত্রু তব,
যোগ-বিয়োগ মিলায় প্রকৃতি, এতে নয়তো তোমার দৃষ্টি,
প্রদীপ জ্বালিয়ে জগতে তেজী সাহসী তুমি হবে বিজয়ী।