ভারতে অর্থের বিনিময়ে ফেসবুকের ব্লু টিক সুবিধা চালু

0
113

ভারতের অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্লু টিক সুবিধা চালু হয়েছে। এখন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করে এই সুবিধা নিতে পারবে ভারতীয়রা।

ফেসবুকের মাদার কোম্পানি মেটা জানিয়েছে, আপাতত এই সুবিধাটি মোবাইল অ্যাপে চালু করা হয়েছে। ব্লু টিক পেতে ব্যবহারকারীদের প্রতিমাসে ৬৯৯ টাকা ফি দিতে হবে। আগামী কয়েক মাসের মধ্যে এই সেবাটি ওয়েভ ভার্সনেও চালু হয়েছে। ওয়েভ ভার্সনে ব্লু টিক চালু করতে প্রতিমাসে গুণতে হবে ৫৯৯ টাকা। মাসিক ফি ছাড়াও ব্লু টিক পেতে সরকারি আইডি দিতে হবে।

সংস্থাটি জানায়, ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো ভুয়া অ্যাকাউন্ট তৈরি থেকে সুরক্ষা পাবে এবং কোম্পানির পক্ষ থেকে আরও ভালো অ্যাকাউন্ট সাপোর্টও দেওয়া হবে।

ব্লু টিক পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এ ছাড়া অ্যাকাউন্টের পুরো নাম ও প্রোফাইলের ছবি সরকারি আইডির সঙ্গে মিল থাকতে হবে।