আমি এক পথশিশু

0
292

আমি এক পথশিশু
সুদীপ চন্দ্র হালদার

আমি এক পথশিশু,
ঘর, বাড়ি, ঠিকানা কিচ্ছুই নেই আমার,
আছে অসীম লাঞ্চনা, যন্ত্রণা সহ্য করার ক্ষমতা!

আমি এক পথশিশু,
ডাইনিং টেবিল নেই আমার, পথে পথেই খাই আমি,
তোমার মতো কেউ আমাকে খেতে ডাকে না!

আমি এক পথশিশু,
বাসস্ট্যান্ড, রেলস্টেশনে ঘুমাই আমি,
তোমার মতো খাট-পালংক, ফ্যান নেই আমার!

আমি এক পথশিশু,
ভররোদ্দুরে ঘুরে ঘুরে বোতল কুড়াই আমি,
বিক্রি করে ভাত খাব যে আমি!

আমি এক পথশিশু,
জীবনের কন্টকময় জটিল প্রতারণায় ছিন্নভিন্ন আমি,
টোকাই বোলনা আমায় প্লিজ, আমারও নাম আছে!

আমি এক পথশিশু,
আমারও স্কুলে যেতে ইচ্ছা করে তোমার মতো,
বলো তো, কে পড়াবে অভাগা আমাকে?

আমি এক পথশিশু,
আমারও স্বপ্ন আছে, দিনান্তে বড় এক থালা ভাত খাওয়ার,
তোমার মতো জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট নয়!

আমি এক পথশিশু,
খিদের যন্ত্রণায় কাতর হয়ে যখন চোখের জল ফেলি,
জানো, চোখের জলের নেইকো কোন দাম, কেউ দেখে না!

আমি এক পথশিশু,
আমি ভিক্ষা চাইলে গালি দিওনা, ঘৃণা কোর না,
পারলে একটা কাজ দিও, জানো তো আমারও পেট আছে!

আমি এক পথশিশু,
যাতনাময় জীবনে সব অধিকার বঞ্চিত আমি,
নেশায় ডুবিও না আমাকে, যৌন লালসা মিটায়ো না!

আমি এক পথশিশু,
আমায় দেখে নাকে রুমাল টিস্যু চেপে ধোর না,
আমার তোমার মতো স্নানাগার নেই, জানো তো!

আমি এক পথশিশু,
এই ছেড়া জামাতেই আমার পূজা, আমার ঈদ,
তোমার মতো নূতন নূতন পোষাক আমার নেই!

আমি এক পথশিশু,
আমার কথায় কষ্ট পেয়ো না, আঘাত পেয়ো না মনে,
জানো তো, বইয়ের ভাল ভাল কথা শিখিনি আমি!

আমি এক পথশিশু,
আমি গরীব, তুমি ধনী; আমি ভিখারি, তুমি মহান;
আমার জন্য একটুও দয়া হয় না তোমার!

আমি এক পথশিশু,
আমি নিষ্পাপ, আমি মানুষ, আমি সমাজের অংশ,
তোমার দু’হাত দাও গো বাড়িয়ে আমার কল্যাণে!