পূর্নিমা রাত

0
212

পূর্নিমা রাত
সুদীপ চন্দ্র হালদার

চড়কা কাটা বুড়ি আজি মুক্তার মতো অহংকারী,
ঝকমকে রৌপ্যকান্তিময় আকাশ পরেছে কালো টিপ,
রাতচরা পাখি অনুপম জোসনায় গাইছে গান,
বর্ণালি আলোর মায়া বলে দিচ্ছে আজ পূর্ণিমা রাত।

পূর্ণিমা রাত, তুমি বড় স্নিগ্ধ, তোমায় নিয়ে
আবেগ, কল্পনা, সৌন্দর্য সুধায় মোহিত জগত,
ফুল মুনের রাতে শিশুর চাঁদমামা তুমি,
মায়ের হয়েছ ভাই কবে, সে হিসাব সে কি রাখে!

চাঁদমামার পূর্ণ যৌবনের আস্ফালন তুমি,
কোমল তোমার স্পর্শ, সারারাতেও নেইতো তাই ক্লান্তি,
সাদা ভেলায় চড়ে ঘুরছো সারা আকাশ,
এমন বিবাগী রাতে ঘরে মন আটকানো যে দায়!

হীরকদ্যুতির মায়াবী আলোতে মন উচাটন,
নীল রঙের শাড়ী জড়িয়ে, সাদা মনে,
যদি আসো পূর্ণিমার আলো মেখে হে স্বপ্নের রাণী,
কাটিয়ে দেব পূর্ণচন্দ্রের পূর্ণিমা রাত!

বুক ভরে নেব দখিনা বাতাস জ্যৈষ্ঠী পূর্ণিমাতে,
রূপালি আলোতে করব স্নান মাথায় হাত বুলিয়ে,
জোছনার রোমাঞ্চকর দ্যুতিতে হাতে হাত রেখে,
তোমার সাথে কাটিয়ে দেব সাত জনম অনায়াসে।

বিশ্ববিদ্যালয়ের খোলা মাঠে প্রিয়ার মুখোমুখি প্রিয়,
রোমান্টিক চার চোখ খুঁজে একটু নিবিড়তা,
কোন জোছনায় বেশি আলো জানে না প্রিয়,
পূর্ণিমা রাতে মত্ত হৃদয় লেনাদেনার যুগল।