বিরামপুর থানা পুলিশের অভিযানে নেশা জাতীয় ইনজেকশনসহ আটক ২

0
60

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:(o১ জুন) বৃহস্পতিবার বৈকাল ৫:৪৫ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্তের নির্দেশনায় পৌর শহরের পুর্ব জগন্নাথপুর (শালবাগান) রোড আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান এর গুদাম ঘর সংলগ্ন দাক্ষিন পাশে বিরামপুর হতে নবাবগঞ্জ গামী পাকা রাস্তার উপর হতে ৯০ পিচ ভারতীয় নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ ২ জন মাদক ব্যবসায়ী কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামিরা হলেন, জয়পুরহাট জেলার তিলকপুর থানার নতুন বাজার রেলস্টেশন সংলগ্ন সোলাইমান আলীর ছেলে জাহাঙ্গীর আলম(৩৩) অপরজন হলেন জয়পুরহাট জেলার তিলকপুর থানার পূর্ব বাজার এলাকার আজিজুর রহমানের ছেলে শরিফ(৩৫)। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-০১, তাং-০১/০৬/২০২৩ খ্রিঃ, ধারাঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি(২)/২৫ ডি রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন। অভিযানটি পরিচালনা করেন, অত্র থানার উপ-পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত জানান, আমার কাছে খবর আসে ২ জন ব্যক্তি মাদক নিয়ে বিরামপুর সীমান্ত এলাকা থেকে অটো রিক্সায় মাধ্যমে নবাবগঞ্জ অভিমুখে যাত্রা করলে, তাৎক্ষণিক আমি অফিসার সহ ফোর্স পাঠায়। অফিসাররা অটো রিক্সা টি থামিয়ে চেকিং করলে ২ জন ব্যক্তির গায়ে ফিটিং অবস্থায় ৯০ পিচ ভারতীয় নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশন পাওয়া যায় এবং তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন। এছাড়াও ওসি আরো বলেন, অভিযান চলমান আছে। সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন।