কবিতাঃ ডাকবে প্রিয় নামটি ধরে

0
359

ডাকবে প্রিয় নামটি ধরে
মোঃনজরুল ইসলাম হীরা

আপন কে পর করে তুমি,
পরকে নিলে আপন করে।
ইচ্ছে করে মন পাখিরে,
উড়িয়ে পাঠাই তোমার তরে।
জানতে আমার ইচ্ছে করে,
ঘুমাও তুমি কেমন করে?
গভীর নিশীথে থাকি যখন,একলা ঘরে,
কে যেন ডাকে আমারে।
তোমার স্মৃতি বুকের মাঝে,
পাহাড়ের মতো চেপে ধরে।
চিৎকার করে তখন,
খুব কাঁদতে ইচ্ছে করে।
এতটা পাষাণ হলে কি করে,
কাঁদে না কি প্রাণ,আমার তরে??
হৃদয়ে রেখেছি তোমায়,
এখনো খুব যতন করে।
কেমন করে বুঝাই তরে,
তোমার স্মৃতি কতটা পোড়ায় মোরে।
কষ্ট যদি পেয়ে থাকো আমার ব্যাবহারে,
মিনতি তোমায় দিও ক্ষমা করে।
ফিরিয়া আসি যেন মরনের পরে,
তোমার প্রিয় মানুষের রূপটি ধরে।
এখনো বিষণ ইচ্ছে করে,
ডাকবে প্রিয় নামটি ধরে।