কবিতা: মন

0
229

মন
সুদীপ চন্দ্র হালদার

মনের বিশ্বাস তোমার সৃষ্টিকরে চিরন্তন বাস্তবতা!
নিরাশাবাদী বলে সম্ভব নয়, হয়তো ঠিক!
ব্যর্থতা তার, চাপিয়ে দিচ্ছে তোমার সুপ্ত প্রতিভাতে,
অসফলতার গল্প তার, তোমার নয়! তুমি হতে পার সফল!

তুমি পারবে-তুমি ঠিক! তুমি পারবে না-তুমিই ঠিক!
তোমার বিশ্বাসেই নিহিত তোমার অর্জন সম্ভাবনা!
নেতিবাচক ভাইব্রেশন তোমার, নেতিবাচক ভবিষ্যত তোমার!
মঙ্গলময় সৃষ্টিশীল ভাইব্রেশন, ইতিবাচক ভবিষ্যৎ!

সচেতন মন ভাবে, ভাবনা শোষণ করে অবচেতনে!
সচেতন মালি, অবচেতন নির্ঘুম চিত্তে,
সার-জল ঢালে অনবরত রোপিত বীজ-বৃক্ষে!
অবচেতন ভাবনাহীন কর্মী! পুষ্পবৃক্ষ কি বিষবৃক্ষ, নেইকো ভাবে!

সচেতন মন দিচ্ছে অনবরত শতাংশে মাত্র আশি!
ব্যর্থতা, হতাশা, অসফলতার আইডিয়া অবচেতনরে!
জল, সার, পরিচর্যায় অবচেতন তোমায় করলে সফল,
ভাবছ বসে অসফল হলে বুঝি তুমি!!

সচেতন মন দিচ্ছে লেন্স অবচেতনকে!
অবচেতন বলছে দেখছি জীবন ঠিক তোমার লেন্স দিয়ে!
নয়কো তুমি পাপী, নয়কো তুমি হেয়!
তোমার বিশ্বাসেই জিতেছ তুমি কিংবা পরাজিত!