কালবৈশাখী

0
256

কালবৈশাখী
সুদীপ চন্দ্র হালদার

দাবদাহে মরুপ্রায় জীবন, ঠনঠনে রোদে পুড়ে কাদামাটি,
ধূসর রঙের মেঘ, কেবল ঈশান কোণে এক খন্ড কাল,
নিবিড় কাল রাক্ষসী সূর্যকে গ্রাসে চলছে এগিয়ে,
মৌনীতাপস, দয়ামায়া-নিষ্ঠুরতাময় কালবৈশাখীর আগমন বুঝি।

গুমোট ভাব দিগদিগন্তে, থমথমে চারিদিক,
স্থির নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে গাছ-গাছালি,
নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে বুঝি প্রকৃতির,
ভয়ংকর তান্ডবের অপেক্ষায় গাছপালা-আকাশ-বাতাস।

সন্ধ্যা ঘনিয়ে আসছে ওই, মাতাল হয়ে উঠল বিরাট রাক্ষসী,
ক্কড় ক্কড় কড়াও করে অন্ধকারে বুঝি ঝলসিয়ে ওঠে রূপসী,
জীর্ণ কাপড় মুড়ে বিশুদ্ধা কৃষাণীর মনে শুধু ভাবনা ওঁনার,
মাঠ থেকে কখন ফিরবে স্বামীদেবতা আমার।

কালবৈশাখীর মর্মান্তিক কৌতুকের নেইকো শেষ,
কাক-বক-পানকৌড়ি ছানা মরে পড়ে রয় উঠান-পুকুরে,
কাকের কান্নায় ভারী হয়ে ওঠে প্রকৃতি, রাক্ষসীর সেথা নেই দৃষ্টি,
ফসল নষ্টের হাহাকারে ভারী হয়ে ওঠে কৃষকের হৃদয়।

কালবৈশাখী তুমি দূর্গা-অপুর সোনামুখী তলায় আম কুড়ানো,
কালবৈশাখী তুমি জীর্ণতা ঝেড়ে নবনির্বাণের প্রেরণা,
কালবৈশাখী তুমি রবি-শরৎ-নজরুলের সৃষ্টি গাঁথা,
কালবৈশাখী তুমি ধূসর-কাল-সাদা বর্ণালীতে আমার অপেক্ষা।