কবিতা: রবি ঠাকুর

0
254

রবি ঠাকুর
সুদীপ চন্দ্র হালদার

বাঙালি সত্তা-সংস্কৃতির প্রবাদপ্রতিম মহানায়ক তুমি,
‘রবি’র কিরণে উদ্ভাসিত বাঙালির দেড়শো বছর,
সুখে-দুঃখে, উৎসবে-আয়োজনে অপরিহার্য তুমি,
এক অপরূপ স্রষ্টা, তোমার সৃষ্টি জাদুতে মন্ত্রমুগ্ধ বিশ্ববাসী।

গতে বাধাঁ শিক্ষা হয়নি তোমার হজম,
স্কুল পালানো-ডিগ্রি বিনা বিলেত ফেরত রবি ঠাকুর তুমি,
মধ্যযুগের বেড়াজাল ছেড়া এক নব জাগরণের দূত,
আধুনিকতায় মুড়ে দিয়েছিলে বঙ্গ সাহিত্যের রূপ।

প্রেয়সীকে নিয়ে যত শত রোমান্টিক কল্পনা, সেও তুমি;
নশ্বর পৃথিবীতে চলমান বিচ্ছেদ যন্ত্রণার সান্ত্বনাও তুমি।
বিট্রিশ বিরোধী চেতনায় তরুণের মুখের গান তুমি,
ছোটগল্প-উপন্যাসের কাহিনীতে বাঙালির যাপিত জীবন তুমি।

সাম্রাজ্যবাদে কুঠারাঘাত তুমি, হৃদয় জয়ে বিজয়ীও তুমি,
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মহান পথিকৃৎ তুমি,
জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের দৃঢ় প্রতিবাদে
‘স্যার’ উপাধি বর্জনকারী বীর বাঙালিও তুমি।

প্রতিভার ঝলকানিতে প্রথম অ-ইউরোপীয় নোবেলজয়ী তুমি,
প্রচলিত শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জে নোবেলের অর্থে
শান্তিনিকেতনে বিশ্বভারতীর অনন্য স্রষ্টা তুমি,
সময়ের চেয়ে বহুগুনে এগিয়ে, তাইতো আজও প্রাসঙ্গিক তুমি।

শত বিচ্ছেদ-যন্ত্রনা-অপমান বুকে চেপে স্থির তুমি,
মৃনালিনী-রেনুকা-মাধুরিলতা-শমীন্দ্রনাথের অকাল প্রয়াণে,
অমানুষিক সহ্যশক্তির বিমূর্ত প্রতীক তুমি,
নিয়তির দেয়া আঘাত হয়েছে নতজানু, বীর বাঙালি রবীঠাকুর।