তাহিরপুরে কাস্তে হাতে নিয়ে ধানকাটা উদ্বোধন

0
180

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভাটির জনপদ হাওর বেষ্টিত এলাকা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওর গুলোতে ধান কাটা শুরু হয়েছে। বুধবার (১২ এপ্রিল) ভোর সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহত্তর শনির হাওরে কাস্তে হতে নিয়ে ধান কাটা উদ্বোধন করেছে, তাহিরপুর উপজেলা প্রশাসন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি অফিসার মো. হাসান উদ-দৌলা ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল হক মজুমদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ প্রমুখ সহ উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

‘ধানকাটায় ব্যস্থ রয়েছেন, উপজেলার বৃহত্তর শনি হাওর, মাটিয়ান হাওর, আঙ্গারউলি, লোবার, বলদার হাওর সহ ছোট বড় ২৩টি হাওরে।’

বৃহত্তর শনির হাওরের কৃষক জসিম উদ্দিন প্রতিবেদকে বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যেই উপজেলার সবকটি হাওরে ধান কাটার হিরিক শুরু হবে। এবছর কোন শঙ্কা ছাড়াই হাওরের সোনালী ফসল ঘরে উঠবে।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা বলেন, এ বছর উপজেলার ছোট বড় হাওর মিলিয়ে প্রায় ১৭ হাজার, ৪শত ২০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে।