শেষ ম্যাচে ডাচদের হারিয়ে সিরিজ জিতলো জিম্বাবুয়ে

0
160

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারলো না নেদারল্যান্ডস। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিলো ক্রেইগ আরভিনের দল।

শনিবার (২৫ মার্চ) হারারে ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে দলটি স্কোরবোর্ডে তোলে ২৩১ রান। জবাবে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

টস জিতে ব্যাট করতে নেমে বড় কোনো ইনিংস খেলতে পারেনি ডাচদের কেউ। ম্যাক্স ও’দাউদ ৩৮ রান করেন। ৩৭ রান করেন কলিন অ্যাকারম্যান। ৩৪ রান করেন স্কট এডওয়ার্ডস। ২৭ রান করেন বিক্রমজিৎ সিং। ২৯ রান করেন মুসা আহমেদ।

জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট নেন শন উইলিয়ামস, ২ উইকেট নেন সিকান্দার রাজা, ১টি করে উইকেট নেন তেন্দাই চাতারা, রিচার্ড এনগারাভা, ওয়েসলি মাধভিরে এবং ব্লেসিং মুজারাবানি।

জবাব দিতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করে জিম্বাবুয়ে। দুই ওপেনার ওয়েসলি মাধভিরে এবং ক্রেইগ আরভিন মিলে ৯৬ রানের জুটি গড়েন। ৬১ বলে ৫০ রান করে আউট হন। ৫৫ বলে ৪৪ রান করেন ক্রেইগ আরভিন। ৬৪ রানে অপরাজিত থাকেন গ্যারি ব্যালান্স। ৫৩ বলে ৪৩ রান করেন শন উইলিয়ামস। ১৮ রানে অপরাজিত থাকেন সিকান্দার রাজা।