তাহিরপুরে জাতীয় ‘গণহত্যা’ দিবস পালিত

0
195

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ডিজিটাল কনফারেন্স রুমে জাতীয় ‘গণহত্যা’ দিবস পালিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) বেলা ১১ ঘটিকায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভার চাকমা এর সভাপতিত্বে জাতীয় গণহত্যা দিবসটি গভীর শ্রদ্ধার সাথে পালন করা হয়।

এ সময় তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা সংরক্ষিত আসনের (মহিলা) ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, উপজেলা আ. লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ সহ উপজেলা আ. লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: আজকের এই দিনে ১৯৭১ সালে বাংলার মাটিতে ২৫ মার্চ কালো রাতে নৃশংস ভাবে হত্যাকান্ড চালানো হয়েছিলো। পাকিস্তানীদের সাথে যুদ্ধ করে দেশের প্রায় ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিলেন।