হোলি

0
263

হোলি
সুদীপ চন্দ্র হালদার

হোলি
আসুরিক শক্তির বিনাশে কল্যাণের বার্তা।
হোলি
আনন্দময়তার বিচ্ছুরণে প্রেমময়তার সৃষ্টি।
হোলি
অসত্যের বিনাশে সত্যের রঙিন আবেশী পরশ।
হোলি
রঙে রঙে রাঙিয়ে ন্যায়ের বিজয়ের প্রতীক।

হোলি
লাল টুকটুকে উচ্ছ্বল প্রিয়ার তুলতুলে লাল গাল।
হোলি
রঙের পরশে মোহিত তরুনীর বাধভাঙ্গা উচ্ছ্বাস।
হোলি
কিশোর প্রেমিকের প্রেয়সীকে ছুতে পারার স্বর্গীয় সুখ।
হোলি
প্রাণেশাকে আপাদমস্তক রাঙিয়ে দেয়ার আনন্দ।

হোলি
কৃষ্ণচূড়ার লাল রঙ যেন চতুর্দিক বিলিয়ে দেয়া।
হোলি
কোকিলের কুহুতান যেন ভালবাসার আহবান।
হোলি
ঋতুরাজ বসন্তের আরও রঙ্গিন হয়ে ওঠা।
হোলি
রঙ খেলাতে যেন মানুষের সাথে প্রকৃতির একাত্মতা।

হোলি
অনাথ বোনটির দূরে দাঁড়িয়ে রঙ খেলা দেখে নিষ্পাপ অপলক দৃষ্টি।
হোলি
শ্রমজীবি ভাইটির রঙিন কপোত কপোতির কাছে চকলেট বিক্রির আবদার।
হোলি
ক্ষুধাতৃষ্ণা কাতর ছিন্নমূল ভাইটির বারোমাসী দিন।
হোলি
কর্মজীবি তরুনীর জীবনের তাগিদে গতিময় ছুটে চলা।

হোলি
হৃদয়ের কালিমা ধুয়েমুছে রঙিন হয়ে ওঠা।
হোলি
কলুষতার নাশে পবিত্র সৌন্দর্যের বিকাশ।
হোলি
পতিব্রতার পতিদেবতা, ঈশ্বর সন্তুষ্টি লাভের বাসনা।
হোলি
রঙিন স্বপ্নে বিভোর হয়ে কল্যাণের পথে এগিয়ে চলা।