চাঁপাইনবাবগঞ্জে ভূয়া এনজিওর মূলহোতা সহ ৪ জন গ্রেফতার

0
278

ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর (দোভাগী) বাজারের মোঃ আবু তাহের কাফি মাস্টারের টিনসেড বিল্ডিং এ অবস্থিত পদ্মা সমাজ উন্নয়ন সংস্থার অফিস কক্ষে অভিযান পরিচালনা করে অফিস রুম হতে সংস্থায় মানুষের জমাকৃত কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা সহ ০৪ সদস্যকে গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতার কৃত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর গ্রামের মোঃ হাসানুজ্জামান জেন্টু (৪০), একই জেলার শিবগঞ্জ উপজেলার চরকানছিড়া ডাক্তার পাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম (২৮), নামোজগন্নাথপুর দোকাঠা গ্রামের মোঃ সাইরন কেথা (৪৫), নামোজগন্নাথপুর গ্রামের মোঃ বদিউর রহমান (২৭)।

র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টার সময় নিশ্চিত করে জানায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫ এর একটি অপারেশন দল ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ রাত ৯.৩০ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অসংখ্য ভূক্তভোগীর অভিযোগে র‍্যাব-৫ চাঁপাইনবাগঞ্জের চৌকষ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে উক্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের এক পর্যায়ে পদ্মা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক সহ প্রতারক চক্রের ০৪ জন সক্রিয় সদস্যকে ৫টি ভূয়া পাশ বই, ০৯টি লোন রেজিষ্টার, ০৪টি মোবাইল ফোন ও ০৬টি সীমকার্ডসহ গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে প্রতারনাকরে গ্রাহকের জমাকৃত ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।