ফাগুনের আগুন

0
142

ফাগুনের আগুন
সুদীপ চন্দ্র হালদার

ঝরাপাতার শুকনো নুপুরের নিক্কণ, মৌমাছির গুঞ্জরণ,
ন্যাড়া ডালের হৃদয় চিরে সবুজ প্রাণের উঁকি,
পারিজাতের রঙিন কোলাহলে মুখরিত কাননে কানন,
ফাগুনের আগুনে মনে লাগে দোলা, হৃদয় উচাটন!

ফাগুনের আগুনে কালচে খয়েরি মুকুল ফুটে
সুনন্দ শোভন স্নিগ্ধবতী নয়নাভিরাম পলাশ,
ফাগুনের আগুনে শিমুলে লেগেছে রঙের খেলা,
ফাগুনের আগুনে রঙিন কৃষ্ণচূড়া, সুশোভিত আমের মুকুল।

গাছে গাছে কচি পাতার আলোর নাচন,
শীত বুড়ির বিদায়ে দখিনা বাতাসে প্রাণবন্ত সবুজ বন,
আড়ালে আবডালে বসন্ত দূতের কুহু কুহু ডাক,
ফাগুনের আগুনে ফুলে ফুলে কি অপরূপা প্রকৃতি!

ফাগুনের আগুনে প্রকৃতিতে লীন হয়ে যাওয়া
অপরূপা স্নিগ্ধার নীলাভ নিমীলিত ছবি,
রশ্মিকাকে হার মানানো কুসুমিত আমোদিত হাসি,
ফাগুনের আগুনে রাগ অনুরাগে অঙার হৃদয়!

ফাগুনের আগুনে বাসন্তী রঙে আবৃতা তরুনীর উচ্ছ্বলতা,
শিরে শিরে শোভিত বাহারি ফুলের মালা,
মধুময় যৌবনের বসন্তে কোকিলের সঙ্গিনী খোজা,
ফাগুনের আগুনে ব্যাকুলিত প্রণয়ীর বিরহী অন্তর।

ফাগুনের আগুনে হৃদয়ে উজ্জীবিত হয়ে ওঠা চেতনা,
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি,’ গাইতে গাইতে প্রভাতফেরি,
পলাশ ফুলের মালা হাতে শহীদ মিনারে এগিয়ে চলা।