স্বপ্ন

0
217

স্বপ্ন
সুদীপ চন্দ্র হালদার

স্বপ্ন, তুমি আছ বলেই জীবন রঙিন, কালকে বড্ড সুন্দর,
ভালবাসার স্বপ্ন, সৃষ্টির স্বপ্ন, কল্যাণের স্বপ্ন!
স্বপ্নের গাছে ফুটবে ফুল, উড়বে নীল প্রজাপতি,
যদি পড়ে স্বপ্নের গাছে স্বপ্নময় রঙের বারি।

আধো আলোতে পথ খুজে পায় স্বপ্ন যারা বুনে,
অমানিশা শেষে ভোরের সূর্যোদয় তাদের চোখেই ফোটে,
দখিনা বাতাসের স্পর্শ, বৃষ্টির ঘ্রাণ, মৌমাছির উড়ে যাওয়া,
জীবন সৌন্দর্যের আধার, যদি হয় বিশুদ্ধ স্বপ্নময়।

প্রেয়সীর খোলা চুলের গন্ধ শুকতে শুকতে কানে বলা নীলাভ স্বপ্ন,
ঝটকা দিয়ে সরে যাওয়া অভিমানীকে বুকে লেপ্টে নেয়ার স্বপ্ন,
হুমড়ি খাওয়া কালো চুলগুলোতে হাত বুলাতে বুলাতে মাধুর্যের
পরশে বলা, তুমি আমার অনন্যা, অভিলিপ্সা, স্নিগ্ধতার স্বপ্ন।

বিশ্ববিদ্যালয় গেটের অভুক্ত কিশোরের হাতে তুলে দেয়া
এক প্যাকেট খাবার, অভাবী বোনটির পরীক্ষার ফিস,
বৃদ্ধাশ্রমে একাকিত্বে ভোগা বৃদ্ধের পাশে বসে শোনা গল্প,
মামলার গ্যাড়াকলে অতিষ্ঠের ফ্রি ব্যারিস্টার সাহেব হওয়ার স্বপ্ন।

দুর্বলের পাশে দাঁড়িয়ে সিংহনাদের তেজোময় স্বপ্ন,
ব্যাঘ্রতেজের রাজসিক বাহ্যিকতায় শুদ্ধ সাত্ত্বিক চিত্তের স্বপ্ন,
সমালোচনা-কুৎসা তুড়ি মেরে মৃদু হাসিতে এগিয়ে যাওয়ার স্বপ্ন,
স্বপ্ন, তোমাকে হৃদয়ে পুষে, আরও স্বপ্ন দেখার স্বপ্ন!