৫ ভরি স্বর্ণসহ ব্যাগ পেয়ে মালিককে খুঁজে দিয়ে দৃষ্টান্ত দেখালেন ইলিশার জামাল উদ্দিন

0
310

ইয়ামিন হোসেন: সৎ এবং আদর্শবান মানুষ এখনো বেঁচে আছে, স্বার্থপর পৃথিবীতে অন্যের মূল্যবান জিনিসে লোভ না করার মত লোক তেমন খুঁজে পাওয়া না গেলেও দৃষ্টান্ত দেখালেন পূর্ব ইলিশা গুপ্তমুন্সী এলাকার জামাল উদ্দিন জামান।

সড়ক জনপথ এর তেজগাঁ শাখায় কর্মরত জামাল উদ্দিন জামান গ্রামের বাড়ীতে বেড়াতে এসে অটোযোগে বাসায় যাওয়ার পথে গন্তব্য নেমে যাওয়ার পর। অটোচালক বললেন আপনার ব্যাগ রেখে গেছেন। জামাল উদ্দিন জামান কিছু না বলে ব্যাগটি নিয়ে খুলে দেখলেন ৫ভরি স্বর্ণসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র।

ব্যাগে মালিকের কোন ঠিকানা না থাকায় জামাল উদ্দিন তার শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে ফেসবুকে পোষ্ট করেন। পোষ্টের মাধ্যমে আসল মালিকের কাছে ব্যাগটি হস্তান্তর করেন তিনি। জামাল উদ্দিনের এই সততায় প্রশংসায় ভাসছে তিনি।

জামাল উদ্দিন জামান বলেন, চলার পথে এসব অটো গাড়ীতে কোন ব্যাগ বা প্রয়োজনীয় জিনিস ভুলে রেখে গেলে তেমন পাওয়া যায়না। আমি নিজেও একবার হারিয়েছি তাই ভাবলাম এই ব্যাগটা আমি নিয়ে মালিকের সন্ধান করে দেওয়ার চেষ্টা করবো। অটোচালক তো আর সেই চেষ্টা করবে না।