চোখ

0
261

চোখ
সুদীপ চন্দ্র হালদার

চোখ, সে-তো পদ্মপলাশলোচন, ডাগর ডাগর, মায়াবী!
যদি হয় আমার প্রিয়ার, আমার প্রিয় চোখ!

জিহবা-ঠোঁটের আড়ষ্টতায় না বলা সব কথা,
ব্যক্ত হয়ে ফুটে ওঠে প্রিয়ার অনন্য চোখে!

চোখ, সে-তো জগতের আলো, সৌন্দর্যের অবলোকন,
অনন্ত চোখের অনন্ত ভাবনা, ব্যক্ত-অব্যক্ত বহুস্বরূপা।

সাম্যবাদী পৃথিবীর স্বপ্নে বিভোর এক চোখ,
ধনিক তন্ত্রের রক্তমাখা দৃষ্টিপাতে অন্য চোখ।

কোনও চোখ প্রকৃতির বুকে খোঁজে কোকিল-কাঠঠোকরা,
রবীন্দ্র-নজরুল খোঁজে কাগজের পাতায় একরূপ চোখ।

নোটের বান্ডিল হতে দৃষ্টি সরতেই চায় না কোন চোখের।

সৃষ্টি সুখের উল্লাসে উৎফুল্ল চোখে অসীম স্বপ্নবুনন।

প্রেয়সীর চলন-বলন-কথন যেন মহাশিল্প প্রেমিক চোখে!
হৃদয় হয় সুখ গহবর, চোখাচোখি হলে কাজল কালো চোখে!

অদম্য বাসনা তাই, কাজল হয়ে চোখ ছুঁতে!
লম্পট চোখ খুটিয়ে খুটিয়ে দেখে মাতৃস্বরূপার মাংসপিন্ড।

এই চোখেতেই থাকে অশ্রু, নির্মল চিত্তে যার ধারাতে স্রষ্টার সন্তুষ্টি;
দাও প্রভু সেই চোখ, সৃষ্টির কল্যাণ-মঙ্গলে যার দৃষ্টি।