কবিতা: জীবন

0
132

জীবন
সুদীপ চন্দ্র হালদার

জীবন মানে,
রঙিন স্বপ্নময় আগামী দিন।
জীবন মানে,
সুন্দর কল্যাণময় কিছু বিশ্বাস।
জীবন মানে,
প্রতিকূলতাকে জয় করার দৃঢ়তা।
জীবন মানে,
তেজ বীর্যে বলীয়ান আত্মবিশ্বাসী মন।
জীবন মানে,
সত্য, ন্যায়, আলোর জন্য সংগ্রাম।
জীবন মানে,
সৃষ্টিশীলতার বিকাশে কল্যাণময়তার পথ নির্দেশ।
জীবন মানে,
সমালোচনা সহ্য করে কর্মময় দিন।
জীবন মানে,
অপবাদ-কুৎসা অগ্রাহ্য করে এগিয়ে চলা।
জীবন মানে,
ক্ষুধার্তকে তুলে দেয়া এক প্যাকেট খাবার।
জীবন মানে,
অন্ধের হাতটি ধরে রাস্তা পার করে দেয়া।
জীবন মানে,
শীতার্তকে দেয়া ছোট্ট একটা কম্বল।
জীবন মানে,
আলোরদিশারী বোনটিকে কিনে দেয়া মাত্র একটি বই।
জীবন মানে,
আলোকিত হওয়া, আলোকিত করা।
জীবন মানে,
দূর্বলের পাশে দাঁড়িয়ে সিংহের সাহসিকতা।
জীবন মানে,
সরলতা, শিয়াল মামার স্বভাব বর্জন।
জীবন মানে,
অকৃত্রিমতা, প্রকৃতির সাথে মিশে যাওয়া।
জীবন মানে,
ব্যাঘ্র তেজে সংগ্রাম, কল্যাণের দিকে পথ চলা।
জীবন মানে,
সমস্ত হারানোর বেদনা ভুলে গড়ার তীব্র বাসনা।
জীবন মানে,
প্রিয়তমার চুলের বেনী নিয়ে সন্ধ্যাবেলার খুনসুটি।
জীবন মানে,
হাসি-কান্নার মিশ্রণে স্বপ্নের পৃথিবী।
জীবন মানে,
আনন্দ, যুদ্ধ করে টিকে থাকার মহানন্দ।
জীবন মানে,
হার না মানা সাহসী তেজী চেতনা।
জীবন মানে,
পরম স্রষ্টার কাছে ব্যক্ত করা কিছু পবিত্র বাসনা।
জীবন মানে,
যুদ্ধ করতে করতে হাসিমুখে বরন করা প্রশান্তিকর মৃত্যু।