তাহিরপুরের ‘মাটিয়ান হাওরের’ বেরীবাঁধের কাজ উদ্ধোধন

0
107

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার (৩নং) বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওতাধীন মাটিয়ান হাওর রক্ষা বেরীবাঁধের কাজ উদ্ধোধন করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে বড়দল দক্ষিণ ইউনিয়নের কানিবাড়ি পিআইসি নং (৫৯), আলমখাঁলি ৬০, পাঁচ নালিয়া (৬১), মেশিন বাড়ি (৬২), জামলাবাঁজ (৬৩) বেরীবাঁধ এর কাজ উদ্ধোধন করা হয়।

এ সময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভাত চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী এম. ইউনুস আলী, মুক্তিযোদ্ধা করিম আলী, শামছু মিয়া, কাউকান্দি চর্তুভূজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. পারভেজ মামুন, ক্বারী মো. নজির হোসেন, (সাংবাদিক) রাহাদ হাসান মুন্না, সিরাজুল ইসলাম, মাওলানা মো. আবুল কাশেম, বাচ্ছু মিয়া প্রমুখ সহ হাওরের কৃষক, পিআইসি কমিটির সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।