তাহিরপুর সীমান্তে কয়লা বিপুল পরিমাণ মদের চালান আটক

0
176

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে কয়লা সহ বিপুল পরিমাণ ভারতীয় মদের চালান আটক করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি সুত্রে জানাগেছে, লাউরগড় বিওপির নিয়মিত একটি টহল দল বুধবার (১১ জানুয়ারি) বিকেলে সীমান্ত মেইন পিলার ১২০৬ এর নিকট বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুর হতে ১৮৮ পিছ ভারতীয় মদ আটক করেছে। যার সিজার মূল্য ২ লাখ ,৮২ হাজার টাকা। একই বিওপি বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে ১ হাজার ,৭শত কেজি ভারতীয় কয়লা আটক করে। যার মূল্য ৩৪ হাজার টাকা। অপর আরেক স্থান হতে ১ হাজার, ৬শত কেজি ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা।’

অপরদিকে, চাঁনপুর বিওপির টহল দল ৪ নং বড়দল ইউনিয়নের চাঁনপুর হতে ৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। চারাগাঁও বিওপির টহল দল ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট হতে ৯৩ বোতল ভারতীয় মদ আটক করে। যার মূল্য ১ লাখ,৩৯ হাজার, ৫শত টাকা। লাউরগড় বিওপির টহল দল বাদাঘাট ইউনিয়নের দশঘর এলাকা থেকে ১২০ বোতল ভারতীয় মদ আটক করে। যার মূল্য ১ লাখ ,৮০ হাজার টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো. মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।