মাশরাফীকে বিসিবির সভাপতি হিসেবে চান তার বাবা

0
149

মাশরাফী বিন মোর্ত্তজাকে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক বলা হয়। কিন্তু জাতীয় দল থেকে কয়েক বছর আগেই বাদ পড়েছেন তিনি। এদিকে রাজনীতিতে নাম লেখানোর কারণে ঘরোয়া ক্রিকেটেও অনিয়মিত ম্যাশ। তবুও মাঠের ক্রিকেটে যেন ৩০ বছরের এক তাগড়া যুবক নড়াইল এক্সপ্রেস।

বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি চারবার শিরোপা জেতা অধিনায়ক মাশরাফী। এবারের বিপিএলেও সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিয়ে ঠিকই সাফল্য এনে দিচ্ছেন তিনি। এখন পর্যন্ত চার ম্যাচের প্রতিটিতেই দলকে জিতিয়ে বিপিএলে নিজের পঞ্চম ও সিলেটকে প্রথমবার শিরোপা হাতে তুলে দেওয়ার স্বপ্ন দেখছেন এই পেসার।

গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৬২ রানের জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এ ম্যাচ শেষে স্টেডিয়ামের ঠিক বাইরে মাশরাফীর বাবা গোলাম মর্তুজা সাংবাদিকদের সঙ্গে লম্বা সময় কথা বলেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ছেলে মাশরাফীকে বিসিবির নতুন সভাপতি হিসেবে চান।

মাঠের ক্রিকেটে সিলেটকে মাশরাফী যেভাবে তুলে ধরেছেন, মাশরাফীর বাবা স্বপ্ন দেখেন পঞ্চমবারের মতো বিপিএলের শিরোপাটা হাতে তুলে নিক ম্যাশ। একই সঙ্গে এটাও জানান, সম্ভবত এটাই মাশরাফির শেষ ক্রিকেট খেলা। পরে তার কাছে জানতে চাওয়া হয়েছিল মাশরাফির বিসিবিতে আসার সম্ভাবনা কতটুকু?

জবাবে ম্যাশের বাবা বলেন, ‘আমরা তো চাই যে সে যেটা ভালো জানে, যেটা ভালো বোঝে সেটা নিয়ে কাজ করুক। বিসিবিতে কাজ করলে সে অনেক ভালো করতে পারবে, এটা আমি জোরালোভাবে বলতে পারি। ক্রিকেট নিয়ে কাজ করলে সে অনেক ভালো করতে পারবে, এটা তো আপনারাও বোঝেন।’

বিসিবির প্রেসিডেন্ট হিসেবে মাশরাফীকে চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো অবশ্যই চাইবো। বিসিবিতে আসলে সে ক্রিকেট নিয়ে অনেক ভালো কাজ করতে পারবে। সে এতকিছু জানে, এতকিছু বোঝে যে সেটার বহিঃপ্রকাশ ঘটছে।’

এদিকে বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনও মাশরাফিকে বিসিবিতে স্বাগত জানিয়েছেন। এই বিষয়ে আপনার বক্তব্য কি? জবাবে গোলাম মর্তুজা বলেন, ‘এটা ওনাদের ব্যাপার। এ নিয়ে আমার বলার কিছু নেই। তবে আমি এতটুকু বলি, ১৮-১৯ বছর সে ক্রিকেট খেলছে। ক্রিকেটের অনেক কিছু সে জানে। ক্রিকেটে সে যদি আসে, আমার শতভাগ বিশ্বাস সে অনেক ভালো করতে পারবে।’

বাংলাদেশের ক্রিকেটে আরও একটা মাশরাফি আসবে কি না এমন প্রশ্নে তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আমি তো আশা করি যে আরেকটা মাশরাফি অবশ্যই আসবে। আমরা আশা করি বাংলাদেশ ক্রিকেটে এমন মাশরাফি আরও আসুক এবং দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাক।’