সিরাজদিখানে বিজয় দিবস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

0
211

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিজয় দিবস ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে ইছাপুরা জনতা সংসদ।

উক্ত টুর্ণামেন্টে চলন্তিকা সংসদ চম্পকদী বনাম বয়রাগাদী ইউনিয়ন একাদশ দল অংশগ্রহণ করে। ৫০ মিনিটের ম্যাচে দুই দলের মধ্যে গোল শুন্য সমতা হয়। পরে ট্রাইবেগারে চলন্তিকা সংসদ চম্পকদী দলকে ৬/৭ গোলে পরাজিত করে বয়রাগাদী ইউনিয়ন একাদশ দল বিজয়ী হয়।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও ইছাপুরা জনতা সংসদের সভাপতি কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিজয় দিবস ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম তানভীর।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়নগঞ্জ অঞ্চল নৌ-পুলিশের পুলিশ সুপার মিনা মাহমুদা, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ইছাপুরা জনতা সংসদ সাবেক সভাপতি ডা: খবির উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ আলী শেখ, লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ ফজলুল হক, জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আবু সাঈদ, বয়রাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম সাইফুল ইসলাম মিন্টুসহ ইছাপুরা জণতা সংসদের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফুটবল টূ্র্ণামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন, ইছাপুরা জনতা সংসদের সাধারণ সম্পাদক ও ইছাপু্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন মিয়া,ক্রীড়া সম্পাদক এইচ এম রহমান মন্টি।