পল্টন এলাকায় আজও বন্ধ রাস্তা, সতর্ক অবস্থানে পুলিশ

0
123

পল্টন এলাকায় নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপি কার্যালয়ের সামনের সড়ক হয়ে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা বন্ধে এ এলাকায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিএনপির প্রধান কার্যালয় আজও তালাবদ্ধ রয়েছে। সকাল থেকে ওই এলাকায় কোনো নেতাকর্মী অথবা মিছিল আসতে দেখা যায়নি।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, যতক্ষণ পর্যন্ত এই এলাকা (পল্টন) আমরা পরিপূর্ণ নিরাপদ মনে না করবো, ততক্ষণ এই এলাকায় যান চলাচল, জনসাধারণের চলাচল বন্ধ থাকবে।

তিনি বলেন, এ এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকলেও মানুষের জানমালের নিরাপত্তায় অবস্থান বাড়ানো হয়েছে।

শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, পল্টন এলাকাসহ আশপাশের সব মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অবস্থান। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ রাখা হয়েছে। সেখানে জনসাধারণও চলাচল করতে পারছেন না।