শ্রীনগরে বনগাঁও ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় পাঁচলদিয়া চ্যাম্পিয়ন

0
94

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল” শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে বনগাঁও ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় পাঁচলদিয়া ফুটবল টীম চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাঁচলদিয়া গ্রামের ফুটবল টীম বনগাঁও গ্রামের ফুটবল টীমকে ২-০ গোলে পরাজিত করে। শুক্রবার বিকালে কুকুটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বনগাঁও খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বনগাঁও ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর শেখের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল হোসেন বাবু, বিশেষ অতিথি হিসেবে কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মঈম কমল, রফিকুল ইসলাম মোল্লা, মো. শাহিন, ইব্রাহিম হোসেন রাতুল, আতাউর রহমান মোল্লা, আব্দুল জলিল, মুরাদ হোসেন লিটন, মো. রুবেল শেখ, মো. রিপন মোল্লা, স্থানীয় ইউপি সদস্য সুলতান বেপারী, আব্দুল কাইয়ুম মিন্টু, তপন শেখ, তাজুল ইসলাম, নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আজিম হাওলাদারসহ অনেকে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ টীমকে ট্রফিসহ বিভিন্ন প্রকার উপহার সামগ্রী প্রদান করা হয়। ফিফার চলমান কাতার বিশ্বকাপ-২০২২’র আমেজে বনগাঁও মাঠে ফুটবল খেলা দেখতে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।