ঈশ্বরগঞ্জে যত্রতত্র গাড়ি পার্কিংয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

0
122

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যত্রযত্র গাড়ি পার্কিং এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌর সদর এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে অভিযান পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন। এসময় ঈশ্বরগঞ্জ থানার এস আই সাদী মোহাম্মদ এর নেতৃত্বে একটি পুলিশের টিম ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোসা. হাফিজা জেসমিন জানান, ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের ওপর যত্রতত্র গাড়ি পার্কিং এবং হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে সড়ক পরিবহণ আইন- ২০১৮ তে ৬ টি মামলায় ৪ হাজার ৭শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।