পাকিস্তানে ফের সরকারবিরোধী লং মার্চে ইমরানের দল

0
115

পাকিস্তানে আজ ফের শুরু হচ্ছে তেহরিক-ই-ইনসাফ পিটিআইইয়ের সরকারবিরোধী লংমার্চ। পাঞ্জাবের ওয়াজিরাবাদে ইমরান খানের ওপর হামলার পর সাতদিন বন্ধ ছিল এই কর্মসূচি।

আগাম নির্বাচনের দাবিতে বিভিন্ন শহরে চলমান আন্দোলনের মধ্যেই দ্বিতীয় দফার লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন পিটিআই নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

সশরীরে অংশ না নিলেও ভিডিও বার্তায় সমর্থকদের যেকোনো পরিস্থিতিতে লংমার্চ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বাসায় চিকিৎসাধীন আহত ইমরান।

তবে বিক্ষোভ চালিয়ে যাওয়া সমর্থকদের বিভিন্ন শহরে অবরুদ্ধ রাস্তা খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এই পিটিআই নেতা।

এদিকে ইমরানের ওপর হামলার ঘটনা তদন্তে যৌথ দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বিচার বিভাগীয় কমিশন গঠনে প্রধান বিচারপতিকে চিঠিও পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশে ২৮ অক্টোবর শুরু লংমার্চে ইমরানের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটে ৩ নভেম্বর।