শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

0
129
England's Ben Stokes plays a shot during the ICC men's Twenty20 World Cup 2022 cricket match between England and Sri Lanka at the Sydney Cricket Ground (SCG) on November 5, 2022. - - -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE -- (Photo by Saeed KHAN / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE -- (Photo by SAEED KHAN/AFP via Getty Images)

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড। সেই সঙ্গে সুপার টুয়েলভ থেকে বিদায় নিল স্বাগতিক অস্ট্রেলিয়া। শনিবার (৫ অক্টোবর) সেমিফাইনালে উঠার লড়াইয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে বল করতে নামে ইংল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে লঙ্কানরা।

১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকে দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। দুজন মিলে উদ্বোধনী জুটিতে তুলেন ৭৫ রান। ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে চামিকা কুরুণারত্নের হাতে ধরা পড়েন। ২৩ বলে ২৮ রান করে আউট হন জশ বাটলার।

বাটলারের বিদায়ের পর পরই আউট হন আরেক ওপেনার আলেক্স হেলস। ইনিংসের দশম ওভারে দলীয় ৮২ রানে ৩০ বলে ৪৭ রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার দ্বিতীয় শিকার হন তিনি। হেলসের বিদায়ের পর ক্রিজে আসেন হ্যারি ব্রুক। তবে ক্রিজে টিকতে পারেননি বেশিক্ষণ। দলীয় ৯৩ রানে স্পিনার ধনঞ্জয়া ডি সিলভার বলে তাকেই ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান হ্যারি ব্রুক। ৫ বলে মাত্র ৪ রান করে আউট হন তিনি।