গোপালপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকাল-সন্ধ্যা গণ অনশন অনুষ্ঠিত

0
1815

মো. নুর আলম,গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইল গোপালপুর উপজেলায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি বাস্তবায়নে দাবীতে সকাল- সন্ধ্যা গন অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় গোপালপুর কেন্দ্রীয় কালী মন্দিরের সামনে সকাল সন্ধ্যা গণঅনশন কর্মসূচী পালিত হয়।

দাবীসমৃহ গুলো হচ্ছে সংখ্যালগু সুরক্ষা আইন, বৈশম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্প্রতি সংরক্ষণ আইন প্রণয়ন, দায়িত্ব সংকলঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যপর্ন আইন যহাযথ বাস্তবায়ন, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্দ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি হরিপদ দে মঙ্গল, পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমেরেন্দ্র নাথ সরকার বিমল, হিন্দু বৌদ্দ ঐক্য পরিষদের সম্পাদক সুভাষ চন্দ্র কুন্ডু, পূজা উদযাপন পরিষদের সম্পাদক কিশোর কুমার দেব, আনন্দময়ী দেব মন্দিরের সভাপতি চিত্তরঞ্জন সাহা, আনন্দময়ী দেব মন্দিরের সম্পাদক দিলীপ কুমার কুন্ডু, এডভোকেট গোবিন্দ ঘটক, পৌর হিন্দু বৌদ্দ ঐক্য পরিষদের সভাপতি পুজন চন্দ্র দাস, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক নিরঞ্জন চন্দ্র পাল, হিন্দু বৌদ্দ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবাস দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন পাল, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সাংবাদিক বিধান রায় সহ আরো উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের অন্যান্য ব্যক্তিবর্গ।