সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে প্রাণে বেঁচে ফিরলেন ওমর

0
259

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃসুন্দরবনে বাঘের তাড়া খেয়ে প্রাণে বেঁচে বাড়ি ফিরলেন বনজীবি মোঃ ওমর মোল্যা।বুধবার ( ১৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।সুন্দরবনের শেহলা নদী নির্গামারীর অফিসের অপর দিক থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে। তার বাড়ি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার মৃত তৈয়ব মোল্যার পুত্র মোঃ ওমর মোল্যা (৫০)।

উদ্ধারকৃতরা বলেন, চাঁদপাই স্টেশন থেকে পাস নিয়ে বুধবার সকালে সুন্দরবনের ভিতরে কাকড়া ধরার উদ্দেশ্যে যান ওমর মোল্যা।

সে প্রতিদিন দুপুরে দিকে বাড়ি ফিরে আসে কিন্তু অনেক সময় হয়ে যাওয়ায় আমরা খোঁজাখুঁজি করলে ওমর মোল্যা মোবাইল ফোনের মাধ্যমে আমাদেরকে জানায় বাঘের তাড়া খেয়ে সে একটি বড় গাছে আশ্রয় নিয়েছে। পরে আমরা বন বিভাগের অনুমতি নিয়ে প্রায় ১০/১২ জন বনের ভিতর যাই। বনের ভিতরে তার অবস্থান সনাক্ত করতে না পারায় বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। সর্বশেষ বিকেল আনুমানিক সাড়ে ৫ টার সময় তাকে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হই।

স্থানীয় ইউপি সদস্য নাজমূল হাওলাদার জানান, সুন্দরবনে কাকড়াঁ ধরতে গিয়ে ওমর মোল্লা নামের এক ব্যাক্তি বাঘের ধাওয়া খেয়ে গাছে আশ্রয় নিয়েছে শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে। এখন সে শারীরিক ভাবে সুস্থ্য আছে বলেও জানান তিনি ।