ঘোড়াঘাটে ৫-১১ বছর বয়সের শিশুদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন

0
99

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ করোনা প্রতিরোধে দিনাজপুরের ঘোড়াঘাটে ৫-১১ বছর বয়সের শিশুদের পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার ( ১১ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর বাস্তবায়নে সকাল ১১টায় উপজেলার খোদাদাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, মেডিকেল অফিসার আহসান হাবিব, স্বাস্থ্য পরিদশক বিমল চক্রবর্তী, ইপিআই আজিজুর রহমান, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ অনেকে।

টিকাদান কার্যক্রম বিষয়ে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, উপজেলা ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫-১১ বছর বয়সের শিশুদের টিকা প্রদানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ৭২টি দল কাজ করবে। নিবন্ধনের পর কোভিড- ১৯ টিকা কার্ড প্রর্দশন সাপেক্ষে নিকটস্থ স্কুল টিকাদান সেন্টার ও পরবর্তী সময়ে কমিউনিটি পর্যায়ে (স্কুল বহির্ভূত শিশু) নিকটস্থ কেন্দ্র হতে টিকা গ্রহণ করতে পারবে। ১ম ডোজ নেওয়ার পর ৮ সপ্তাহ পর ২য় ডোজ নিতে হবে তাদের।

ক্যাপশনঃ ঘোড়াঘাটে টিকাদান কার্যক্রমের উদ্ধোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার, মোঃ রাফিউল আলম