দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে দুই বাংলার মিলন মেলা

0
265

হিলি প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তের জিরো পয়েন্টে ভারত ও বাংলাদেশের দর্শনার্থীদের পদচালনায় এখন মুখর সীমান্তের জিরো পয়েন্ট। সীমান্তের উভয় পাশে দুই দেশের মানুষের ব্যপক উপস্থিতিতে হিলি সীমান্তের শূন্য রেখা পরিনত হয়েছে দুই বাংলার মানুষের মিলন মেলায়।

ভারত এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আসছে হিলি সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায়।

কেউ আসছেন পুজা দেখতে, কেউ আসছেন দেশের সীমান্ত দেখতে আবার কেউ আসছেন ভারত ও বাংলাদেশে বসবাসকারী তাদের আত্মিয় স্বজনদের সাথে দেখা করে কুশল বিনিময় করতে।

সীমান্তরক্ষী বাহিনীর বিজিবি ও বিএসএফ-এর আতিমাত্রার কড়াকড়ি আর বাধার কারণে এসব দর্শনার্থীরা সীমান্ত অতিক্রম করতে না পারলেও দীর্ঘদিন পর দুর থেকে হলেও একে অন্যের আত্মিয় স্বজনদের একনজর দেখতে পেরে এবং হাত নেড়ে কুশল বিনিময় করতে পেরেও খুশি এসব মানুষ গুলো।