খুলনার বড় বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

0
143

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনার বড় বাজার হিসেবে পরিচিত জুতাপট্টি ঘাট সংলগ্ন দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ অক্টোবর) দুপুরে এ বাজারের ভৈরব স্ট্যান্ড রোডের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট এবং স্থানীয় জনতা কাজ করছেন।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, দুপুর ১ টার দি‌কে ভৈরব স্ট‌্যান্ড রোডে বসে গল্প কর‌ছিলেন। এ সম‌য়ে একজন কর্মচারী চিৎকার কর‌তে থ‌াকে যে আগুন লে‌গে‌ছে। তি‌নি সাথে সাথে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসকে খবর দেয়। দুপুর ১ টার দি‌কে ফায়ার সা‌র্ভিসের সদস‌্যরা ঘটনাস্থ‌লে আ‌সে। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ক‌রে। আগু‌নে বড় বাজা ভৈরব স্ট‌্যান্ড জুতাপ‌ট্রি সংলগ্ন ঘা‌টের ৬ টি দোকান আগু‌নে পুড়ে যায়।

বড় বাজার ছিট কাপড় দোকান মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি আ‌জিজুল ইসলাম ব‌লেন, কংস বা‌ণিজ‌্য ভান্ডার থে‌কে প্রথ‌মে তারা ধোয়া দে‌খেন। ধোয়া দে‌খে বাজা‌রে আগত ক্রেতারা দ্বি‌বি‌দিক দৌড়া‌তে থা‌কে। আগুন দে‌খে তি‌নি ফায়ার সা‌র্ভিস ও নৌবা‌হিনী‌তে খবর দেন। খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের সদস‌্যরা ঘটনাস্থ‌লে ছু‌টে আ‌সেন। বড় বাজার শ্রমিক তা‌দের সা‌থে যোগ দেয়। এক ঘন্টার ‌চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হ‌য়ে‌ছে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোঃ ছালেহ উদ্দিন বলেন, দুপুর ১টার কিছু সময় পর সংবাদ পেয়ে আমাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে রওনা হয়। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে। আগুন বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণ রয়েছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।