বুরকিনা ফাসোর নতুন রাষ্ট্রপ্রধান ইব্রাহিম ত্রাওরে

0
163

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সামরিক শাসক পল-হেনরি দামিবাকে উৎখাত করেছে দেশটির সেনাদের একাংশ। শুক্রবার রাতে কিছু সেনা সদস্যকে নিয়ে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে টেলিভিশনে এ ঘোষণা দেন। এটি দেশটিতে বছরের দ্বিতীয় সামরিক অভ্যুত্থান।

সেনা মুখপাত্র বলেন, ২০২২ সালের ২৪ জানুয়ারি থেকে বুরকিনা ফাসোয় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়ে যাওয়া ও নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে সেনাবাহিনীর জুনিয়র একদল কর্মকর্তা দামিবাকে অপসারণের সিদ্ধান্ত নেয়।

বুরকিনা ফাসোয় গত আট মাসে দ্বিতীয়বারের মতো সামরিক হস্তক্ষেপের ঘটনা ঘটলো। এর আগে নিরাপত্তাহীনতার একই অভিযোগ তুলে গত জানুয়ারিতে দামিবা এবং তার সহযোগীরা মিলে অভ্যুত্থান ঘটিয়ে সাবেক প্রেসিডেন্ট রস কাবোরেকে পদচ্যুত করেছিলেন।

কিন্তু এরপরও দেশটিতে জিহাদী এবং চরমপন্থী জঙ্গি গোষ্ঠীগুলোর সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে ব্যর্থ দামিবার প্রশাসন। জানা গেছে, দেশটির ৪০ ভাগ এলাকা এখনও সরকারের নিয়ন্ত্রণের বাইরে।

এ অবস্থায় শৃঙ্খলা ফেরাতেই অভ্যুত্থান হয়েছে জানিয়ে মুখপাত্র ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরেকে বুরকিনা ফাসোর নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে পরিচয় করিয়ে দেন।

তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত লে. কর্নেল দামিবা কোথায় ছিলেন তা স্পষ্ট করেনি অভ্যুত্থানে জড়িত সেনা সদস্যরা। ১৯৬০ সালে স্বাধীনতা লাভের পর বুরকিনা ফাসো এ নিয়ে আটবার সফল অভ্যুত্থানে।

সূত্র: আফ্রিকা নিউজ