জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় মশাল মিছিল ও বিভিন্ন কর্মসূচির ঘোষণা

0
159

কুষ্টিয়া প্রতিনিধি: এবছরের ৩১ অক্টোবর দলটি ৫০বছরে পদার্পন করবে। সে লক্ষ্যে কুষ্টিয়া জেলা জাসদের আয়োজনে শনিবার (০১ অক্টোবর) কুষ্টিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি হাজী গোলাম মহসীন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহমদ আলী। জেলা যুব জোটের সভাপতি মাহাবুব হাসান ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক টুটুল জোয়ার্দার।

সদর উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মুকলু। অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন জেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক কারশেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মীর রিসান ও সাধারণ সম্পাদক শিমুল আহমেদ প্রমূখ।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ১৯৭২ সালের ৩১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। এবারে জাসদের ৫০ বছর পুর্তি উপলক্ষে কুষ্টিয়া জেলা জাসদ বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন জেলা জাসদের সভাপতি হাজী গোলাম মহসীন। তিনি বলেন, নানা আন্দোলন সংগ্রামে, উত্থান-পতনের মধ্য দিয়ে দলটি এ পর্যন্ত এসেছে।

দলটির নেতাকর্মী রাজপথে ছিলেন, আগামীতেও থাকবে। ১লা অক্টোবর সন্ধার পর শহরের সড়ক গুলোতে মশাল মিছিল শেষে কুষ্টিয়া থানা মোড়ে জাসদের নেতাকর্মী অবস্থান নেয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং কর্মসূচির শুভ সুচনা ঘোষণা করেন দিনটিতে।