ঘোড়াঘাটে তুলির শেষ আঁচড়ে রাঙ্গানো হচ্ছে দেবী দূর্গাকে

0
245
ঘোড়াঘাটে প্রতিমায় রং তুলির শেষ আঁচর আঁকতে ব্যস্ত কারিগররা, ছবিটি ঘোড়াঘাট বড়গলি দূর্গা পুজা মন্দির থেকে তোলা।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পুজা এ বছর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৭টি মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পুজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩৭টি মন্দিরে প্রতিমা তৈরীর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কারিগররা হাতের নিপুণ ছোঁয়া ও মনের মাধুরী মিশিয়ে তৈরী করেছেন লক্ষী, গনেশ, দূর্গা, কার্তিক, স্বরসতী, সহ নানা ধরনের প্রতিমা।

প্রতিমা গুলোতে বর্তমান সময়ে কারিগররা তুলির শেষ আঁচর আঁকতে ব্যস্ত সময় পার করছেন । ১লা অক্টোবর পুজা শুরু হয়ে ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। এ বছর ৩৭টি পুজা মন্ডপের মধ্য পৌরসভা এলাকায় ১২টি, বুলাকীপুর ইউনিয়নে ৬টি, পালশা ইউনিয়নে ৩টি, সিংড়া ইউনিয়নে ১৬টি।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ আজিজুর রহমান জানান, পুজা উদযাপনে মন্দির গুলোতে সরকারি ভাবে ইতিমধ্যে ৫শ কেজি করে চালের বরাদ্দ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম জানান, শান্তিপূর্ন পুজা উদযাপনে ঝুঁকিপূর্ণ মন্দির গুলোকে গুরুত্ব দিয়ে পুলিশ, আনছারসহ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে এবং সকল মন্দির গুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।