শ্রীনগরে শারদীয় দূর্গোৎসব প্রস্তুতিমূলক সভা

0
130

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে আসন্ন শারদীয় দূর্গোৎসব প্রস্তুতিমূলক সভা হয়েছে। রোববার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন মোদক, সাধারণ সম্পাদক অধির দত্ত, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা শান্তনা রানী, পিআইও অফিসার আশেকুর রহমান, শ্রীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মদন গোপাল সাহা, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান খাঁন, শ্রীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রয়েল প্রমুখ। এ সময় বিভিন্ন পুজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, এ বছর উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৮০টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুজা মন্ডপগুলোর মধ্যে ৭০টি স্থায়ী ও ১০টি অস্থায়ী।